Etoken Charge: BDT 600

E-token For India Visa Documents

  • Valid Passport and Passport Photocopy with a minimum validity of 6 months and an old passport must be submitted with the application form
  • Original Bank Statement & Bank Solvency Last 6 Months (Minimum Balance 30,000 Per Person) .
  • Trade License with Notary original translates Copy & other relevant business documents (Business man).
  • TIN certificate copy.
  • Company Forwarding Letter or Pad or NOC.
  • Visiting Card.
  • Two (2) copies (2in x 2in) recent White Background Photo Lab Print.
  • Photocopy of ID card for (student & private service).
  • Home document’s (Gas Bill copy or Electricity Bill copy)
  • National ID card or Birth Certificate copy.

সাধারণ নিয়মে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
===============================================

১. ৬ মাস মেয়াদের পাসপোর্ট।

২. জাতীয় পরিচয় পত্র- এর ফটোকপি (বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ-এর ফটোকপি।

৩. ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ, সাদা বাকগ্রাউন্ড, ম্যাট পেপার ল্যাব প্রিন্ট) ।

৪. ৬ মাস ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট (ব্যাংকের সীল ও স্বাক্ষর সহ অরিজিনাল কপি ও ১ সেট ফটোকপি)।

৫. ট্রেড লাইসেন্স –এর ফটোকপি সহ ইংরেজি অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি (ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য)।

৬. কোম্পানির দুই কপি ইংরেজি অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি ( ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য)।

৭. N.O.C –নো অবজেকশন সার্টিফিকেট এর অরিজিনাল কপি ও ১ সেট ফটোকপি (বেসরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য)।

৮. ইংরেজী অক্ষরে ছাপা দুই কপি ভিজিটিং কার্ড ( ব্যবসায়ী ও চাকুরিজীবি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য )।

৯. অবসরের কাগজ এর ফটোকপি ইংরেজী অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য।

১০. স্টুডেন্ট আইডি কার্ড অথবা সর্বশেষ বেতন রশিদের ফটোকপি (ছাত্র/ ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)।

১১. পাসপোর্টের ১ ও ২ নং পাতার ফটোকপি (পুরানো পাসপোর্ট থাকলে অবশ্যই তা সাথে নিতে হবে)।

১২. সদ্য বিবাহিত ক্ষেত্রে নিকাহ নামা এর ফটোকপি সহ ইংরেজী অবুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি।