গতবছরের অক্টোবরে ইউরোপ ভ্রমনে ভূস্বর্গ সুইজারল্যান্ড নিয়ে আমার কিছু অনুভূতি ও ভাল লাগার কথা ব্যক্ত করলাম—— ’আল্পস পর্বতমালায় ঘেরা স্বর্গভূমি’ রোম থেকে যখন বাসে করে সুইজারল্যান্ডে যাচ্ছিলাম তখন মন অনেকটাই খারাপ ছিল। কারন আমাদের ট্যুর আইটিনারীতে রোমের পরে ভেনিসে যাওয়ার প্লান ছিল। সে অনুযায়ী ভেনিসে …
’আল্পস পর্বতমালায় ঘেরা স্বর্গভূমি’
