গতবছরের অক্টোবরে ইউরোপ ভ্রমনে ভূস্বর্গ সুইজারল্যান্ড নিয়ে আমার কিছু অনুভূতি ও ভাল লাগার কথা ব্যক্ত করলাম—— ’আল্পস পর্বতমালায় ঘেরা স্বর্গভূমি’ রোম থেকে যখন বাসে করে সুইজারল্যান্ডে যাচ্ছিলাম তখন মন অনেকটাই খারাপ ছিল। কারন আমাদের ট্যুর আইটিনারীতে রোমের পরে ভেনিসে যাওয়ার প্লান ছিল। সে অনুযায়ী ভেনিসে …
”রোম ও এক টুকরো বাংলাদেশ”
১৩ই সেপ্টেম্বর, ২০২৩ রাতে ইউরোপ ভ্রমনের উদ্দেশ্যে যখন ফিনল্যান্ডের হেলসিংকির টুরকু এয়ারপোর্ট থেকে রোমের ফিউমিচিনু এয়ারপোর্ট এ পৌছালাম তখন বিমানে ঘটা যাওয়া অনাকাংখিত ঘটনার জন্য দুজনেই ক্লান্ত ছিলাম। আসলে ব্যাপারটা হয়েছি কি – ৯ই সেপ্টেম্বর থেকে হেলসিংকিতে দেবরের বাসায় উঠার পর দুইদিন ভালই ছিলাম কিন্তু …